দেখো বলাকারা উড়ে যায় আকাশে উড়ছে কিছু পাখি
অতো দূরে চোখ যেতো কোনোদিনও কি?
যদি আকাশ না সুন্দর হতো তোমাকেও না দেখতাম আমি।
দেখো মেঘের উড়ে যাওয়া বাতাসেও উড়ছে কটা ঘুড়ি
শরতের কাশফুলে লেগেছে আনন্দ দোলা
তোমার হাতে বাজে চুড়ি।।
অতো দূরে চোখ যেতো কোনোদিনও কি?
যদি আকাশ না সুন্দর হতো তোমাকেও না দেখতাম আমি।
যে চোখে পৃথিবী সুন্দর তুমিও সুপ্ত সুন্দর আমার অন্তরে
সে কথা বলে গেছে মেঘও আকাশের কানে সুরে।।
চোখের পলক সরে না বুকে শব্দ করে
যেনো রোদ বৃষ্টি
অতো দূরে চোখ যেতো কোনোদিনও কি?
যদি আকাশ না সুন্দর হতো তোমাকেও না দেখতাম আমি।
বিকেলের রৌদ্র বালকের পিঠে নদীটাও শান্ত যে আজ
ওপারের মেঘগুলো কি যে সুন্দর!
যেনো চুলে লুকানো সেই প্রিয়সীর লাজ।।
সন্ধ্যায় ফিরে পাখি সূর্য্যটাও ডুবিডুবি
ফুলের নামে কিছু তারা গুনি
অতো দূরে চোখ যেতো কোনোদিনও কি?
যদি আকাশ না সুন্দর হতো তোমাকেও না দেখতাম আমি।