যেতে চাইলেই তোকে যেতে দেবো না মা
যেতে চাইলেই তোকে যেতে দেবো না।
শিবের মত জড়িয়ে থাকবো দুহাতে তোর পা।
শিবের মত জড়িয়ে থাকবো দুহাতে তোর পা।
যেতে দেবো না
যেতে চাইলেই তোকে যেতে দেবো না মা
যেতে চাইলেই তোকে যেতে দেবো না।


আনা আনা সোনা দানা দামি গহনা
উলঙ্গ হলি শ্যামা কিছুই পরলি না
বসন পরে বস মা এবার খুলে তোর মুন্ডমালা
বসন পরে বস মা এবার খুলে তোর মুন্ডমালা
যেতে দেবো না।
যেতে চাইলেই তোকে যেতে দেবো না মা
যেতে চাইলেই তোকে যেতে দেবো না।


মনে অসুর থাকলে কালী হয় কি আর মানুষ
দিগম্বরী হোস মা আবার হলে অমানুষে স্তূপ
আদি অন্ত সব তুই শ্যামা জানে শিব বিষ্ণু ব্রহ্মা
যেতে দেবো না
যেতে চাইলেই তোকে যেতে দেবো না মা
যেতে চাইলেই তোকে যেতে দেবো না।