এ কেমন ফুল বলো পড়ে থাকে গাছের তলায়
এমনও তো ফুল ছিলো হাতে দিয়ে ভালোবাসি বলেছি তোমায়
আজ কেন ফুলে গন্ধ নেই গোলাপ রক্ত ছড়ায়।
এ কেমন বৃষ্টি বলো ভিজা মনে সারাটা সকাল
এমনও তো বৃষ্টি ছিলো ভিজেছি দুজনে পুরোটা বিকাল
আজ শুধু নিজে ভিজে যাই ভিজাতে পারি না তোমায়।
এ কেমন লাল বলো হৃদয়ের ক্ষতদ্বারে করে ঘুরঘুর
এমনও তো লাল ছিলো তোমার সিঁথিতে দিয়েছি সিঁদুর
আজ শুধু পড়ে থাকে কৌটা খালি আয়নাটা দেখে আমায়।
এ কেমন ভালোবাসা বলো বুকে পড়ে না টান
এমনও তো ভালোবাসা ছিলো দুজনের কেঁদেছে পরান
আজ শুধু ভালোবাসা আছে দুটি হৃদয় পড়েছে খরায়।