ফাল্গুনে আজ বইছে বাতাস সেজেছো খুব ভারি
বায়না তোমার একটু রঙ আমিও গালে মাখি
আবির রঙে খেলবো দুজন কার বা তাতে ক্ষতি
তুমি রাজি থাকলে আছে আমারও সম্মতি
চলো সখী দুজনে আজ আবির রঙে খেলি
ফাল্গুনে আজ বইছে বাতাস সেজেছো খুব ভারি।


তুমি আমি একই যুগল একই হৃদয় তনু
যেমন মানায় রাধা সনে বেণুধারী কানু
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত দরকারি।


শাড়ির পাড়ে ঘুরে ফিরে বসন্তরা আসে
তোমার অঙ্গের সর্বজুড়ে ঋতুর প্লাবন ভাসে
কচি মনে কাঁচের কাঁকন করে রিনিঝিনি।


মহুয়া না পলাশ কুসুম কোনটা তোমার প্ৰিয়
একটা ফুলে তুমি আমায় বরণ করে নিও
বসন্তে মন মাতোয়ারা চলছে রঙের হোলি।