আমি কেন হইনি পাখি উড়ার ছিলো শখ
জলের উপর ঘুরতে দেখি সাদা সাদা বক।
আমার যদি থাকতো ডানা পাখির মতন করে
তোমায় নিয়া উইড়া যাইতাম আকাশ সমুদ্দুরে
পাহাড় ঘুরে আসতাম দুজন বিল পেরিয়ে স্বপ্ন পথ।
রোদ মাখাইতাম সারা গায়ে ভিজতাম বৃষ্টির জলে
ছায়ায় আইসা বসতাম আমি তোমার গাছের ডালে
শীতের দিনে ধান কুড়াইতাম দেখাইতাম ঠোঁটে ঠমক।
মানুষ হইয়া মন পাইলাম না পাইলাম না ঠিকানা
তোমার খুঁজে উড়ছি আজো মেলে দুইটি ডানা
তুমি থাকো বাইন্ধা ঘর আমার নিঝুম একলা সড়ক।