হলুদ বরণ কইন্নার শাড়ি হলুদ গায়ের রঙ
আইজ কইন্নার গায়ে হলুদ তোমরার নিমন্ত্রণ (২)
হলদি বাট জলদি জলদি সাজাও গো আসন (২)
আইজ কইন্নার গায়ে হলুদ তোমরার নিমন্ত্রণ (২)
আইলো কত ছেঁড়া ছেঁড়ি আত্মীয়-স্বজন
মাখলো গালে হলুদ বাটা করিয়া যতন (২)
কইন্নার মুখে হাসি দেখে মন করে নাচন। (২)
আইজ কইন্নার গায়ে হলুদ তোমরার নিমন্ত্রণ (২)
ফুলের দুল ফুলের মালা ফুলেরই কাঁকন
ডালা ভরা ফল মিষ্টি নানান আয়োজন (২)
কইন্নার সখী মারলো আঁখি দেখাইলো স্বপন (২)
আইজ কইন্নার গায়ে হলুদ তোমরার নিমন্ত্রণ (২)
সখিগণ ধামাইল নাচে কইন্নার খুসি মন
হাসি গানে মাতলো বাড়ি নয়নে অঞ্জন (২)
বাবা মায়ের চোখের মনি নাড়ি পোঁতা ধন (২)
আইজ কইন্নার গায়ে হলুদ তোমরার নিমন্ত্রণ (২)