ভুলের দেশে বসত আমার
      বন্ধু তোমায় ভুলছি না।
যতোই ভুলে হোক না বসত
      ভুলের দুয়ার খুলছি না॥


ভালোবাসার কথা বলে
      রই না শুদ্ধ মর্ত্যেতে,
ভুলের মোহে সিক্ত হয়ে
      থাকি পড়ে গর্তেতে;
(তবে) ভুলের ফুলে যতোই সাজি
      ভুল দোলনাতে দুলছি না॥


তোমার মতো সুজন হয়ে
      কথা বলতে জানি না যে,
সহজ কথা সহজ করে
      সহজভাবে মানি না যে;
(তবু) ভুল জমিতে ভুলেরই চাষ
      ভুলের ফসল তুলছি না॥


ওরে পাজি, ও ভোলা মন!
      ভুলের মাঝে থাকিস না আর,
ভুলের ভেতর হলে মরন
      বাড়বে যে তোর ঘোর হাহাকার;
(তাই) ভুলের বেলুন দেই ফুটিয়ে
      ভুল বাতাসে ফুলছি না।


১৭/০২/২০২১
মিরপুর, ঢাকা।