ক্ষমা করো, করোহ ক্ষমা;
হয়েছে জমা অন্তরে
পাপের বহর, তুলে যে লহর;
আমার এ মন সন্তরে॥
বিবিধ প্রভাবে পঙ্কে পঙ্কে
পাপের অঙ্কে মন দোলে,
প্রভু, তোমার আপ্ত কথা
আমার এ মন যায় ভুলে।
পদ্মপাতা হবো আমি
শক্তি দাও মন-কন্দরে॥
প্রভু তুমি দয়ার সাগর
শুনেছি তাই সাধু জনে,
তাইতো আজি পড়ে আছি
তোমারই সেই চরণ কোণে।
পাপি বলে জগত মাঝে
অবহেলে যেও না,
করুণ গাথা মনের মাঝে
শুনিতে কি পাও না?
প্রভু! আমার প্রাণ আকুতি-
ভিড়াও দয়ার বন্দরে।
২৫/০১/২০১৯
মিরপুর, ঢাকা।