পুরোনো দিনের স্মৃতিগুলো আজ
জেগেছে নতুন করে।
ফাগুন দিনের রঙের ফাগে
ভালোবাসার সাধ জাগে॥
আকাশে আজিকে উঠে নীল চাঁদ
নিশির শিশিরে কাটে অবসাদ
ঝিঁঝিঁদের ঐকতানে, সুখ আনে মনপ্রাণে
পরানে যে ভালো লাগে॥
চাঁদে ও সাগরে মান অভিমান
তাই বুঝি আজ থাকে দূরে দূরে;
সাগরে উঠেছে জোয়ারের গান
সঙ্গীতের করুণ সুরে সুরে।
গাছে গাছে আজ পাখি-কলরব
বনে বনে সাজে রঙের উৎসব
বিরহী মনের টানে বাজে পরানে পরানে
সুর উঠে অনুরাগে॥
১৬/০২/২০২১
মিরপুর, ঢাকা।