তোমার নামের বহ্নিশিখা জ্বালিয়ে দিলো আমার প্রাণ,
তোমার প্রেমের প্রবল বায়ু মনে আনে ঝড়-তুফান॥


নেশার ঘোরে মত্ত আমি, চাই যে শুধু অরূপ রূপ,
পেলে তোমায় মিটবে তৃষা, সেই ছোঁয়াতে র'বো চুপ।
তুমি আমার ভোরের সুরুজ, তুমি আমার পাখির গান॥


কেমন পাষাণ হৃদয় তোমার? যতই বলি, রও বুকে,
হৃদয় মাঝে রেখে তোমায় থাকবো আমি ঘোর সুখে।


অধম বলে যাও কি ছেড়ে? তুমি আমার সুরের সুর,
তোমার নামে পাড়ি দেবো উথাল-পাথাল সমুদ্দুর।
তুমি আমার শীতল ছায়া, তুমি যে পূর্ণিমার চান।


৩১/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।