ওগো, মঙ্গল তুমি জেগে উঠো,
ওহে, সুন্দর তুমি জেগে উঠো,
এই মানুষের ভালোবাসা আর প্রেমে;
এখনো এখানে মানুষ জীবন যায়নিকো আজো থেমে॥


এখনো পাখিরা তাদের ভাষায় ডাকে ভোরে সন্ধ্যায়,
এখনো বালক-বালিকারা মিলে সুরে সুরে গান গায়।
এখনো মানুষ স্বপন দেখে যে জীবনের সংগ্রামে,
          যাপিত জীবনে ভালোবাসা আর প্রেমে॥


সাগরে ভুধরে পাহাড়ে নদীতে এখনো সুখের ছায়া,
এখনো মায়ের মুখের হাসিতে, বোনের চোখেতে মায়া।
এখনো জনক আদরে সোহাগে বুকে নেয় সন্তানে
         স্বর্গীয় সুখে ভালোবাসা আর প্রেমে॥


এখনো মানুষ মানুষের দুখে সমব্যথী বেদনায়,
এখনো মরনে মানুষের মনে বিষাদের ছোঁয়া পায়।
এখনো পাশের পরশীরা এসে খবর নেয় আপদে,
          বন্ধুর ন্যায় ভালোবাসা আর প্রেমে॥


৩১/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।