প্রজাপতি প্রজাপতি যা উড়ে যা দুরে,
ফুলের বাগান ছেড়ে।
ফুলে ফুলে লুকোচুরি করিস না আর ওরে।
ফুলের নেইকো দুটি ডানা তোর মতো ভাই জানি,
উড়তে যে সে পারে না রে, তাইতো অভিমানী
চুম্বনে তোর অভিমানে যায় মাটিতে ঝরে।
বর্ণচোরা প্রজাপতি ঘুরিস ফুলে ফুলে,
চুরি করে মধু খেয়ে উড়িস দুলে দুলে।
সারাদিনই ঘুরিস রে তুই মেতে আনন্দেতে,
ফুলেরা সব বিষন্নতায় কান্দে দিনে-রাতে।
ফুলের দুঃখ যা নিয়ে যা তোর ডানাতে মুড়ে।
১৭/০২/২০২১
মিরপুর, ঢাকা।