প্রেম কিরে সই, গাছের গোঁটা?
হাত বাড়ালেই পেয়ে যাবি
ইচ্ছে মতোন একটা-দু'টা।


মুণি ঋষি যোগী জনে
কাটাচ্ছে দিন বনে বনে
সাধন ভজন হয় না শোধন
শুদ্ধ যদি না হয় মনটা।


চাতক যাচে মেঘেরই জল
অশ্রু ঝরায় সে অবিরল
আপন চিত্ত করো শুদ্ধ
দেখবে মনে প্রেমেরচ্ছটা।


কবীর বলে, কথা ধরো
প্রেম সাগরে একবার মর
প্রেমের জ্যোতি অরুন্ধতি
ঘুচাবে তোর অন্ধকারটা।


০১/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।