একটি মোহনবাঁশি বাজে আমার কোমল হৃদয় মাঝে।
কোন সে রাখাল বাজায় বাঁশি বুজতে আমি পারি না যে॥


বাঁশির মাতাল সুরে সুরে মন যে আমার কেমন করে,
রইতে আমায় দেয় না ঘরে ভুল হয়ে যায় সকল কাজে॥


বাঁশুরিয়ার সন্ধান নিতে ঘুরি সদাই বন-জঙ্গলে,
পাড়া-পরশী, বন্ধু-বান্ধব সবাই আমায় পাগল বলে।


সেই না বাঁশির সুরের রাগে বিহঙ্গকুল উঠে জেগে
বৃক্ষলতা চোখ তুলে চায় তখন আমি মরি লাজে।


১৭/০২/২০২১
মিরপুর, ঢাকা।