মন আমার কখন কারে চায়?
হায় রে, হায়!
পারি না বুঝিতে তারে
মন আমার শুধুই যে তড়পায়॥


মনের ঘরে দিলে তালা
দ্বিগুণ বাড়ে মনের জ্বালা
বিরহেতে হয় উতলা
সঙ্গী সে তো নিত্য যে চায়॥


যতো বলি, ওরে ও মন
করিস না তুই আর জ্বালাতন
দাবানলে পুড়বে তোর বন
লাগলে আগুন বসন্তবায়॥


যারে রাখি চোখের পাতে
আসে না সে চাঁদনী রাতে
সে ঝরে যায় ভোর প্রভাতে
শিউলি ফুলের বাহানায়॥


ডাকি তারে প্রেম-বিষাদে
বিরহে তার মন যে কাঁদে
পড়ে আছি জীবন-ফাঁদে
বাঁচতে এবার মুক্তি চায়॥


লোভ লালসা পরিহারে
বুকেতে নাও তুমি তারে
ভজ এবার নিরাকারে
দিবস-রাত্রি সর্বদায়॥


কবীর বলে, কথা ধরো
মরার আগে একবার মর
জীবন নদী খরতর
জোয়ারে সে উজানে ধায়॥


১৬/০২/২০২১
মিরপুর, ঢাকা।