এসো হে মন, মায়া ছাড়ি।
কর্মকে আজ ধর্ম করে
ছেড়ে দাও সব জারিজুরি॥
লোকে বলে, কর্ম বন্ধন
কর্মের মাঝে বন্দি এ মন
মিথ্যে সবই মায়ারই ধন
ছেড়ে এসো আপন বাড়ি॥
সারাদিন মান দলে দলে
হংস ভাসে পুকুর নীরে,
সন্ধ্যা কালে আসে ফিরে
জল থাকে না তার শরীরে।
মায়া ছেড়ে কর্মের মাঝে
মগ্ন রহো সকাল-সাঁঝে
দেখবি তখন সকল কাজে
পরমাত্মার ঘোরাঘুরি॥
১৯/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।