(আমি) কিভাবে আজ ভুলি,
হারিয়ে যাওয়ার স্বপ্নময়ী
সে সেই দিনগুলি??
পুকুর পাড়ে আমের গাছে,
স্মৃতিগুলো আজো নাচে,
বারেবারে দেয় যে হানা
কিশোরী দিনগুলি॥
স্বপ্নমাখা সে সব জীবন
প্রজাপতির মন,
অবসরে আসে ফিরে
মন হয় উচাটন।
মটরশুটির ক্ষেতে ক্ষেতে,
দল বেঁধে সব উঠতাম মেতে,
আজকে মনে লুটিয়ে পড়ে
অতীত স্মৃতিগুলি॥
১২/০৩/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।