প্রিয়তিরে তুই ঝর্ণার ছলে নেচে নেচে আজি আয়,
তৃষিত মরুর তৃষ্ণাকাতর পরান তোরে যে চায়।
চৈত্র-খরায় বুক জ্বলে আজ,
বসন্ত চাই, তার কারুকাজ;
(তুই) শ্রাবণ ধারায় আয় নেমে আয়
তুই যে চেতনায়।
রূপ লাবণ্য পাহাড়ি কন্যে চপল চরণে আয়,
তুই যে চন্দ্র আমি যে সাগর রহিছি অপেক্ষায়।
কালের গতিকে নিবারিত করে
রইবো তোরই বক্ষের 'পরে;
(আমার) যা কিছু আছে রাখি তোর কাছে
বিশ্বাসে ভরসায়।
১২/১০/২০১৮
মিরপুর, ঢাকা।
( গীতিকবিতা )