জলের সাথে জল মিশে যায়, চলছে জলের পাগলামী;
জলের সাথে জল মিশে যে সৃষ্টি হলাম এই আমি।
জীবন হলো জলের খেলা, করিস না মন অবহেলা,
থাকতে মানবজীবন বেলা, তত্ত্ব খোঁজ দিন-যামী।
একটি বিন্দুর অভিমুখে, লক্ষ সাগর যায় সমুখে,
আস্ত সাগর জল ঢেলে দেয়, নিঃস্ব হয়ে হয় দামী;
জলের সাথে জল মিশে যায়, চলছে জলের পাগলামী।
জলের ভেতর জলের ধারা, মিশে গিয়ে আত্মহারা,
সাধক-সন্ত-গাউস যারা নিতুই করছে পাগলামী।
জলের সাথে জল মিশে যে সৃষ্টি হলাম এই আমি।