সাড়ে তিন হাত খাঁচার ভেতর
দয়াল তোমার হলো ঠাঁই।
ওগো, আমার দয়াল সাঁই॥
যে দেহেতে জীবাত্মা রয়
তখন তারে প্রাণময় কয়
জীবাত্মাহীন হয় অর্বাচীন
তার প্রয়োজন কোথাও নাই॥
জলে স্থলে অন্তরীক্ষে
জীবাত্মা রয় সর্বলোকে
তারা সবায় সেজদা জানায়
সেই জীবাত্মার বিচার নাই॥
যার ভেতরে পরমাত্মা
তার মাঝে রয় 'আমি'র সত্তা
'আমি' নামের তোমার বিচার
হবে জানি এ সত্যটাই॥
১৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।