এসো, হে প্রিয়তি! এসো এসো তুমি
           নাচিয়ে আমার বিশ্ব,
যা কিছু আছে তোমাকেই দিয়ে
           আমিতো হবো যে নিঃস্ব।


অতীতের থেকে অতীতেই ছুটি
স্মৃতিগুলো নিয়ে করি লুটোপুটি
কালের গতিকে করিয়া ভ্রুকুটি
           দেখি মনোরম দৃশ্য।


ঝর্ণাধারার চপল মেয়ে গো
           এসো, তুমি এসো, এসো,
রামধনু হয়ে পরম পুলকে
           সাত রঙে তুমি হেসো।


সৃষ্টিদিনের আনন্দতায়
বৃষ্টিমূখর দিন চলে যায়
সঙ্গোপনেতে এসো ধীর পায়
            তুমি নও অবিমৃষ্য।


১২/১০/২০১৮
মিরপুর, ঢাকা।