চাই না আমি ধনদৌলত
তোমার কাছে ওগো সাঁই,
তোমায় যেন এই জীবনে
বুকের মাঝে খুঁজে পাই।
তোমার তরে সকল ছেড়ে,
যাবো ওরে তোমার ঘরে,
পরাণ আমার আনচান করে
পেতে পরম তোমার ঠাঁই।।
আমার যত ভুল ও ভ্রান্তি
মানুষের এই জীবনে,
ক্ষমা করো দয়াল তুমি
নিজের আপন সৎগুণে।
ভালোবেসে হেসে হেসে
যাবো শেষে তোমার দেশে
রেখো আমায় প্রেম-পরশে
তুমি বিনে কেহ নাই।
১৫/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।