আয় প্রিয়তি! মন দরিয়ায়।
তুই আর আমি দু'জন মিলে
মত্ত হবো প্রেমের খেলায়॥
গিরি মরু সাগর জলে
রূপখানি তোর যায় উথলে
তোরই তরে বাউল হয়ে
সুর তুলে যাই মন-দোতারায়॥
পাখির কণ্ঠে 'আসমাউল হুসনা'
বেজে উঠে সকাল-সাঁঝে,
নদীর জলের কলধ্বণি
তোরই নামে যেন বাজে।
প্রিয়তি! কোন গহন থেকে
নিত্য আমায় যাস রে ডেকে
চিত্ত মাঝে তোরে রেখে
ঘুরি আমি মরিচিকায়॥
৩০/০৬/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।