চলো রে মন আনন্দ জগতে।
নিত্যানন্দে চলো ছন্দে
(যেথায়) পাখিরা গায় ভোর প্রভাতে॥


যার পরশে চির সুন্দর
মরে গিয়েও হয় যে অমর
কে রাখে তার চরম খবর
(বলো)  হয় কে সেরা তপঃ ব্রতে।


নদীর জলে কত ধারা
রসিক সুজন ভাসায় ভেলা
বাউল মনে সঙ্গোপনে
ভেসে উঠে কতই খেলা।


সদানন্দের অরূপ ছবি
চিত্তানন্দে ডোবায় সবই
খুনি ডাকাত হয় যে কবি
(দেখি) রামায়ণের স্তোত্রে স্তোত্রে।


০৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।