'আমি'তো কবরে যাবো না,
না গো না, চিতায় যাবো না॥
'আমি' হলাম পরমাত্মা
চিরঞ্জীবের অরূপ সত্তা
বলো, আমার কিসের বিচার?
(এতো) দুঃসাহস কার হবে জানি না॥
জীবাত্মা আর পরমাত্মায়
দিনে রাতে খেইল খেলে যায়,
কেউ জানে না সময় হলে
পরমাত্মা কোথায় লুকায়?
'আমি' যদি খাঁচায় না রই
চলে গেলে লাশ শুধু হই
গোরে-চিতায় রাখো সেথায়
(তাতে) আমার কোন নাই যন্ত্রণা॥
১৭/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।