ও রসিয়া, প্রেমের নাগর!
তরী লয়ে এসো ত্বরা করে,
পার করে নাও তুমি আমায়
সম্মুখেতে অথৈ সাগর।


এপারেতে বসে বসে
কাটাই যে দিন রঙ্গরসে
এখন দেখি দিনের শেষে
উঠলো ভীষণ চরভাঙ্গা ঝড়॥


তোমার ভালোবাসা ছাড়া
অকূলেতে কুল পাবো না,
তোমায় বিনে আমি মরা
ছেড়ে তোমায় আর যাবো না।


পাহাড় সমান ভুল করেছি
দেখলে লোকে করে ছি ছি
এবার আমি পণ ধরেছি
তোমার সাথেই করবো যে ঘর॥


২৫/০৩/২০২২
মিরপুর, ঢাকা।