ভুল করে কি ফুল দিয়েছো
ঘোল খাওয়াতে আমারে,
তাল হারায়ে বেতাল হয়ে
ঘুরছি এখন সংসারে।


তোমার নামের স্বাদের সুধা
যতোই খাই গো বাড়ে ক্ষুধা
চাই না আমি হতে জুদা
থাকতে যে চাই আঁচল ধরে।


কতো রূপের ছল ধরে যে
ডাকছো আমায় রাত-বিরাতে,
আকুল হয়ে যাই ছুটে যাই
হয় না দেখা তোমার সাথে।


বিচ্ছেদের এ মর্মজ্বালা
হৃদয় করে ফালা ফালা
আমার এ মন হয় উতলা
কাঁদছি সখি বারেবারে।


০২/০৭/২০২২
মিরপুর, ঢাকা।