(আমার) অন্তর পুড়ে খাক হলো সই
তোর বিরহের যন্ত্রনায়,
ভুলতে গেলে পারি না যে
মন যে তোরে আরো চায়।


রূপের বাহার তুই দেখালি,
অরূপ রূপে পাগল করলি
রূপ-চমকে আমায় মারলি
(এখন) বেঁচে থাকা বড়ো দায়।


চন্দ্র-সূর্য বৃক্ষ-লতা
তোর রূপেরই ছায়া সই,
এমন রূপের বাহার দেখে
নির্বাক হয়ে চেয়ে রই।


পেতে তোরে বুকের মাঝে
খুঁজি আমি সকাল-সাঁঝে
মন্দ বলে লোক সমাজে
(তবুও,) খোঁজে তোরে অন্তরায়।


০২/০৭/২০২২
মিরপুর, ঢাকা।