উড়ে উড়ে যাও ইচ্ছে ঘুড়ি
অবকাশ অবসরে স্বপ্নপূরী।
ঐ নীল আকাশ ঐ দিগন্তে
ভালোবাসার সীমান্তে।
সুরের মুর্ছনায় ভাসিয়ে ভেলা
উড়ো উড়ো সাতরঙের খেলা।
কখনও প্রজাপতি হয়ে
তপ্তরোদে ভাবনার ক্যানভাসে।
বৃষ্টি মাদল সুরের লহরী
মৃদু দক্ষিণা হাওয়া।
ভেসে যাওয়া স্রোতের জলে
ডুবে যাবো কাগজের নৌকো হয়ে।