ভুল মানুষ কে ভালোবেসে
কাঁদলাম সারাটি জীবন ভর
আমার বুকে জমা ব্যথার পাহাড়
জগত মাঝে হলাম একাই যা যা বর
অনেক ভালোবেসে দিয়েছি অবুঝ মন
বিনিময়ে পেলাম এই হৃদয়ে জ্বালাতন
সুখের আসায় রইলাম পাবো বন্ধুয়ারে
যত্ন করে রাখব ধরে পরাণ করে বুকে
আসার মাঝে দিলো সে অনল উপহার
তার বিরহে বহে বুকে দিবা নিশি ঝড়
কার বাসরে বেঁধেছ ঘর আজ মহা সুখে
স্মৃতি গুলো কেঁদে মরে হারাবার শোকে
রচনা কাল : ২৩।১১।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।