ভুল বুঝে যদি তুমি সুখী হতে পারো
পিছু ফিরে দুখের নীড়ে ডাকবো নাতো
বিশ্বাস ভেঙ্গে যদি একলা পথেই চলো
থাকো তুমি তোমার মত একাই ভালো।
স্মৃতির আঙিনায় কাঁদে গো হারানো সাথী
আমি না হয় দুখের সাথে গড়ি ঘর বসতি
ফিরে পাও জীবনে সুঘ্রাণে ভরা মধু মালতী
অপলক দু নয়ন অশ্রু শর বরন দিবা না রাতি।
ফুটবে কি হারানো সেই কুসুম কলি বাগানে
মন গগনে ছিলে চন্দ্র তারা প্রিয় জন এ মনে
আসার মুকুল ফুটবে কি সেই ফুল জীবনে
ভেঙ্গেছে অন্তর পুড়ে গেছে মন তুমি বিহনে।
কতো শত আয়োজন করে আছে মৌন নীরবতা
আলেখা মিলন তিথি কভু দেখতে পাও সে কবিতা
হৃদয়ের ঘরে চুপি সারে ঝরে পরে গীত সবিতা
একে রেখেছি প্রিয়া গো বদন খানি যান সেকথা
রচনা কাল : ২৮।১১।২০২১
গীতি কার ও সুরকার : জামাল উদ্দিন জভণ