তুমি বুঝে নিয়ো প্রিয় মনের ব্যাকুলতা
হয়তো বলা হয়নি না বলা সকল কথা
দুজনার মাঝে ছিলো লজ্জায় নীরবতা
এ বুঝি শত অপেক্ষার প্রহরের প্রত্যাশা।
মনের বীণায় উঠেছে সুর অনেক অভিমানে
লিখেছি কত শত গান কবিতা তোমার নামে
আসার প্রদীপ জেলে রেখেছি দরদিয়া মনে
দুরু দুরু ভয়ে কাঁপে বুক আজি সঙ্গোপনে।
নেই সংশয় হারাবার ভয় অবুঝ দুটি মনে
তোমার সনে প্রেম করেছি জানুক সর্ব জনে
সুখের উদ্যানে হারাবো একাকী সুদূর পানে
সাজাবো সুখের স্বপ্ন বাসার কুহু কুহু তানে।
জীবনের গল্পের শিরোনাম ডাকি শুধু যারে
হাজার লোকের ভীরে খুঁজে নিবো আমি তারে
ভীরু ভীরু জাগে কাঁপন হয়েছে মধুর আলাপন
চরণ যুগল বাড়াও সাজাই মোরা হৃদয় সিংহাসন।
রচনা কাল : ১২।১২।২০২১
গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন।