তোর সনে প্রেম করিয়া মিট লোনা মনেরই আস
আমার দুখে ভরা এই অন্তর নাইতো সুখের বাস
দরদী এই জীবনে করলি রে তুই সকল সর্বনাশ
আমার এক জীবনে করলি রে বন্ধু সকল সর্বনাশ


বিশ্বাস করে তোরে আমি দিলাম মন প্রাণ দরদী
সুখ হইলো না এই জীবনে রে  সার হইল কান্দন
আর কত কাঁদিব আমার চোখে নাই আর পানি
ভালোবাসি তোমায় নিষ্ঠুর আমি দিয়ে অন্তর খানি


আমি হই নাই বন্ধুর মনের মত দিলো হৃদয়ে ক্ষত
এখন দিবা নিশি বন্ধুর লাগি বুকে রক্ত ঝড়ে অবিরত
বন্ধুর প্রেমের মালা গলায় নিয়া এখান পড়লো ফাঁস
জীবন বলে মরি মরি এখন করি শুধু হায় হুতাশ রে


গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৭। ০৮।২০২১