সংসার আমার ভাল লাগে না
সংসার করা এখন ভীষণ দায়
ভবে যে করেছে সংসার ধর্ম
তার সুখের জীবন বৃথাই যায়
ছোট ছিলাম ভালোই ছিলাম রে আমি
আমার জীবন ছিলো নীর ভেজাল এ এ
দিনে দিনে কেন বল যৌবনেতে পা দিলাম
বাড়লো জ্বালা বুকের মাঝে কাউকে না বলা যায়
এটা নাই সেটা নাই করবে শুধু হা হা কার
দুনিয়ার সব দিলেও মিটবে না চাহিদা তার
সারা জীবন টান লাম শুধু সংসারের ঘানি
খেটে মরি দিবা রাত্রি নয়তো সংসারে দামী
কচু পাতায় রাখলে পানি থাকে নারে একরত্তি
আসিয়া ভবের সংসারে ঘটিল কোন বিপত্তি
জ্বলা যন্ত্রণা দুঃখ কষ্ট এখন আমার চির সাথী
লোক সমাজে দেখাই আমি হলাম মহা সুখী
অকুল সাগরে পরেছি মিটেনা তৃষ্ণা পিপাসার
বলো কোথায় গেলে পাবো বাঁচার একটা দিশা
সবাই জ্বলে একই জ্বালায় একা আমি জ্বলি নাই
জীবন বলে তবু নাকি সংসার ধর্ম করতেই চাই
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৬.০৯.২০২১