সাধের বালা খানা সাথী মাটিরও বিছানা
চোখ বুঝিলে জগত আন্ধার কেন বুঝ না
স্ত্রী পুত্র জোরের ভাই কেহ তোমার নয়
আইছো একা যাইবা একা সঙ্গী পাবে না


ত্রিভুবন নয় ঠিকানা কেহই কার আপন না
ওরে মন কার লাগিয়া দিবা নিশি কর ক্রন্দন


আপন আপন ভাবিয়া সবি রইছো ভুলিয়া
বৃথাই গেলোরে জগত সংসার মানব জনম
ঘরের চারি দিকে অন্ধকার ভয়ে কাঁপে অন্তর
পোকা মাকড় সাপ বিচ্ছুর সাথে হবে সংসার


আইছে গায়ে জোয়ানি খেলছো নাও দৌড়ানি
পাপে পাপে ভরে গেছে তোর মাটির দেহ ঘর
করো অন্যায় অত্যাচার থাকবে নাকি জীবন ভর
আসিলে যাইতে হয় জীবনে কয় এমনি কারবার


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল :  ০৫।১১।২০২১