সবার বাবায় কাছে ডাকে
আমার বাবায় দুরে থাকে গো ২
কতো দিন গত হইলো দেখি নাই বাবারো মুখ
বাবার মুখটি দেখলে আমার চলে যায় সকল দুখ
বাবার মুখটি দেখিলে আমর জুড়াইব পুড়া বুক
করে মিছে চালাকি দিয়ে গেছে ফাঁকি
তখন আমি ছিলাম একটা অবুঝ পাখি ২
ওরে কোথায় আছে আমার বাবায় কেউতো জানে না
আমি কোথায় গেলে পাবো তারে কেউতো বলে না
সদয় পথের দিকে থাকি চাইয়া
আমার বাবার কাছে কইয়ো গিয়ো রে
ওরে মনের ব্যথা বুকে লইয়া ঘুরিতেছি জনম ভর
কোনবা দোষে বাবায় আমায় কইরা গেলো পর
কোনবা দোষে বাবায় আমায় কইরা দিলো পর ২
তুমি এতো পাষাণ কেমনে হইলা মায়া কি লাগে না
আমার কথা তোমার কি একবার মনেতে পড়ে না
আমি খোঁজ গেছি পাইয়া বাবায় রইছে কবরে সুইয়ারে
কেনো তোরা দিলি সবে মিছে মায়ার শান্তনা
জীবনে বলে বাবার মতে আপন বান্ধব পাবে না/ কেউ হবে না
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০১.০৮.২০২১