প্রাণের কালার সনে প্রেম করিয়া
জামাল উদ্দিন জীবন


প্রাণের কালার সনে প্রেম করিয়া
আমার জগতে ঘটিলো দুর্গতি (২)
তারে মন প্রাণ দিয়ে ভালোবেসে
এখন আমি লোক সমাজে হই দুষি (২)


সইলো হরিল সে আমার মন প্রাণ
দেখতে ও বন্ধু আমার পূর্ণিমার চান(২)
তার বদন পানে চেয়ে থেকে দিবসে  
এখন নয়ন মাঝে সুখের স্বপন দেখি (২)


তারে নিয়ে দেখি কত যে মধুর স্বপন
রোজ নিশিতে হইত মধুর আলাপন (২)
কত নিশি ভোর হয়েছে কুলে মাথা রাখি
তুমি আমার জীবন মরন অন্যে বুঝিবে কি (২)


আমি কেমনে সইবো প্রেমের অনল ওরে বন্ধু
তুমি বলে দাও সে কথা রে বন্ধু বলে দাও কথা(২)
তুমি বীণা আমার জীবনের মূল নাই এক রত্তি
বন্ধু শুধুই হবে আমার আহারে বলো না তিন সত্যি (২)


প্রেমের মাল গলায় নিয়ে পড়লো প্রেমের ফাঁস
নিষ্ঠুর বন্ধু কত রঙ্গ করে দেখি আমি বারো মাস(২)
সকল কথা ভুলে গেছো তুমি রাখো নাই কোন স্মৃতি
জীবন বলে করবে এমন জানলে করতাম না পিরিতি (২)
রচনাকাল : ০৮/ ০৯/২০২২