প্রাণ সখি সাধের পুষ্প বাগান কারে দিয়ে যাবি
হৃদয় মাঝে খুঁজলে মনের মাঝেই দেখতে পাবি
রোজ নিশিতে বলতো কথা হইত মধুর আলাপন
ধরায় আমি ছিলাম শুধু‌ বন্ধুয়ার মনেরই মতন গো


ভালোবাসা দিয়ে রাখলাম এই না অন্তরে আমার
নিদারুণ জ্বালা দিয়া তিলে তিলে পুড়াইয়া মারে
বন্ধু ছিলো সাজানো একটা রঙ করা রঙ্গের পুতুল
বুঝিনি নিষ্ঠুর বন্ধুর ভালোবাসায় ছিলো এত ভুল


ভালোবেসে দিয়েছিলাম গেঁথে আমার প্রেমেরি মালা
সরল পেয়ে করে গেলো নিষ্টুর বল এ কেমন খেলা
তার খেলায় বাড়লো জ্বলা হলো আমার অন্তর কালা
নিন্দুকেরা কলঙ্কের মালা পড়ালো আমারও গলায় রে


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৩।১১।২০২১