প্রেমের বন্ধনে বাঁধা দুজনে হারিয়ে যাবে কোথায়
একাকী জীবনে তুমি বিহনে বেঁচে থাকা যে দায়
এসেছে নতুন সূর্য অবারিত আলো সুন্দর ধরায়
চলো বাঁধবো সুখের নীড় তুমি আমি শুধু দু জনায়
এমনি সময় বলো প্রিয়ারে দূরে থাকা কি মানায়
তুমি ছাড়া সুখের ভুবন ছেয়ে গেছে নীল বেদনায়
আঁখি জ্বল মুছো একটু সুখে হাসো প্রাণের টানে
সময়ের স্রোত ধারায় সে হারালে কোন অজানায়
ব্যথার ঢেউ বর বেশি কষ্ট নিয়ে এখনই কাঁদায়
ভেবো না ভুলে গেছি খুঁজে নিবে মনের ঠিকানায়
অভিযোগ অভিমান ভুলে তুমি আরো কাছে আসো
চুপি সারে আলতো পরশে আমাকেই ভালোবাসো
রয়েছি অন্তর জুড়ে আঁখি মেল দেখ মনেরই ঘরে
সুখ স্মৃতি হৃদয় জুড়ে মিলনের গান করি সুরে সুরে
রচনা কাল : ১১।১১।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন