অভিমান ভুলে গিয়ে স্বপনে দেখিও
জামাল উদ্দিন জীবন


অভিমান ভুলে গিয়ে স্বপনে দেখিও
অভিসারে চুপি চুপি আমারে ভাবিও।।
বন্ধু আমার কথা ভুলিয়া না যাইয়ো
সময় কইরা নাইয়র নিতে আইয়ো।।


বিনি সুতার মালাটি গলেতে পরিও
ও হৃদয় মাঝে নামটি সদয় লিখিও।।
মনের কথা সঙ্গোপনে বুঝিয়া লইয়ো
দিবা নিশি সদয় আমার পানে চাইয়ো।।


নিশি রাতে ফুল কুরাতে কুঞ্জ বনে যাইয়ো
শিশির ভেজা  ভোরে আমার হইয়া রইয়ো।।
ঊষার কিরণ শীত সকালে গাঁয়েতে মাখিও
জীবন বলে বদন পানে প্রেমর ছোঁয়া দিও।।
রচনা কাল  ০৩/০১/২০২৪