আমার মনের আঙিনায় তোমার বসতি
প্রিয়া চির দিন সাথে রেখ করি মিনতি
অভিমান করে রয়েছ কেন দুরে সরে
সুরে সুরে ডাকি তোমায় আস না নীড়ে।
হৃদয়ে লিখা নাম কভু ভোলাত যাবে না
শত রঙে রাঙিয়েছি সেই রঙ তুলা যাবে না
ভুলতে চাইলে আরো বেশি যাবে মনে পরে
তোমার মাঝে আমাকে পাবেগো ফিরে ফিরে।
মনের আসা ভালোবাসা দোলা দেয় অন্তরে
তুমি শুধু এক জন মনে রয়েছে জীবন জুড়ে
চিনে নিতে আপন জন করো না নীরবে ভুল
হারালে মনের মানুষ ফুটবে না ভালবাসার ফুল।
রচনা কাল : ২৩।১২।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন