জর জর ঝরছে বারী দেখ আঁধারে ঘেরা চারি দিক
রুদ্ধ দ্বার মাতাল সমীরণ শোনাতে গীত আয়োজন
প্রিয় ধরো আমার হাত করবো নতুন দিগন্ত উন্মোচন
সুখের বাসর গড়বো মোরা ওগো তোমায় নিমন্ত্রণ


মনের মাঝে ছবি আঁকা তুমি আমার চির আপন
হিয়ার মাঝে তোমার আসন রাখবো করে যতন
দেব না দেব না যেতে দূরে একা করে আমারে
জনম জনম সাথী দুজন হলো বুঝি হৃদয়ের বন্ধন


কেয়া কদম জুঁই চামেলি আরো ফুটেছে দেখো কদম
তোমায় আরো কাছে পেতে প্রিয়া মনটা করছে আমন্ত্রণ
হারিয়ে যাব দূর নীলিমায় ফিরবো আকাশের ঠিকানায়
বুকের মাঝে সুখ শিহরণ প্রাণে আনন্দের বাজে মাদল


রচনা কাল : ১৮।০৭।২০২১
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন