ও চাঁদ  কেন  আসে না আমার ঘরে
জামাল উদ্দিন জীবন


ও চাঁদ কেন আসে না আমার ঘরে
অভিমানে রয়েছে আজ দূরে সরে ।।
মন কাঁদে প্রাণটা কাঁদে বারে বারে
তুমিও কি চাঁদের মত থাক অভিসারে ।।


দু চোখে স্বপ্ন আসে মনেতে কত সুখ হাসে
হৃদয় আঙ্গিনা নেচে উঠে প্রেমেরই আবেশে ।।
সাথী তুমি আমি দু জনায় কত স্মৃতি মধু ময়
জীবন জুড়ে আনন্দ বার্তা নতুন গীত শুনায় ।।


চাঁদের বুকেও কি লেগেছে কালো বরণ গ্রহণ
করে না জীবনে নতুন সময়ের কোন আয়োজন।।
আঁধারের ওপারে আলো হাসে দিব ভালোবেসে
আস না কেন ফিরে ওরে প্রিয়ারে আমার পাশে ।।


গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ১৫.১০.২০২১


ছন্দ: স্বরবৃত্ত