মাটির ঘরে দেহ পিঞ্জিরায়
জামাল উদ্দিন জীবন
মাটির ঘরে দেহ পিঞ্জিরায়
পুষলাম এক অচিন পাখি ২য়
সে উড়ে গেলো দূর গগনে
দিয়ে আমায় মিছে ফাঁকি ২য়
কত আদর যতন ভালোবাসায়
রাখলাম তারে বুকের খাঁচায় ২য়
হৃদয় মাঝে সেল মারিয়া গো
এখন লুকাইল কোন অজানায় ২য়
বিনয় করে ডাকি তোরে পাখিরে
আয়না ফিরে আয় হৃদ মাঝাড়ে ২য়
আমি খুঁজতে গেলে লোকের ভীরে
উড়ে যাস কেনেরো বাঁধন ছিঁড়ে ২য়
জগতে আর হবে না লেনা দেনা
বাকি থাকবে তোর সব পাওনা ২য়
জীবন বলে অচিন পাখি কারো
জগত সংসারে নয়রে আপনা ২য়
রচনাকাল :৩১/০৮/২০২২