রহিম রহমান তোমার দয়ার কাঙ্গাল
জামাল উদ্দিন জীবন
মানুষ শূন্যে আস শূন্যে যাও
তুমি শূন্যের মাঝে ঘর আানাও।।
পাইনা তোমায় তালাশ করে
দয়াল নিজ গুণে এসে দেখা দাও।।
রহিম রহমান তোমার দয়ার কাঙ্গাল
ডিম্বাকারে ছিলাম মোরা অন্ধকারে
দয়াল আনিয়া মোহ মায়ার ডোরে।।
দুই জনার আনা দিলে তার ভিতরে
সেই জোরে লরেচরে রাখে না খবর।।
করছো কত বাহাদুরি তার উপর খবরদারি
আয়ু বেলা ফুরাইলে বন্ধ হবে তোর দেহ ঘরি।।
জোর ঝুলুম অত্যাচার করছো মানুষ জীবন ভর
জীবন বলে যাবার কালে দেখি সাথী নেই আমার।।
রচনা কাল ২১/১২/২০২০