মানুষ কার লাগিয়া করেছো
জামাল উদ্দিন জীবন


মানুষ কার লাগিয়া করেছো
আজ এত মধুর আয়োজন।।
তুমি শুন্য হাতে ছেড়ে যাবে
কত সুন্দর এই না ত্রিবুবন।।


ও মিছে সাধের দুনিয়াতে
নেই কেহ তোমার আপন।।


যাদের তুমি ভাবছ সাথী
আপন জন সারাটি জনম।।
কেউ রবে না তোমার সাথে
ভুলে যাবে মিছে মায়ার বন্ধন।।


স্ত্রী পুত্র পরিবার কোথায় তোমার
লইলোনা খবর সম্পদের ভাগি দার।।
ভুলে যাবে নাম পরিচয় বংশ মর্যাদা
হতেও পার শাহাজাদা রাজার রাজা।।


মাটির ঘরে পরে রবে ভীষণ অন্ধকার
কে আছে প্রাণের বান্ধব ভবে তোমার।।
জালবে নাকি নামের বাতি আপন জন
জীবন বলে চোখ বুজিলে করে না যতন।।