মানুষ এই দুনিয়া নয় চিরস্থায়ী
তুমি থাকবে পরে মানুষ চিরকাল
দিনে দিনে শেষ হইবে তোমারই
যত্নে গড়া সাধের মহল আয়ুষ্কাল।
রঙ্গ মহলের মায়া ঘেরা সুন্দর ঘর
বুঝলে নারে অধম কে আপন পর
চোখ বুঝি লেই এই জগত আন্ধার
আসিলে কাল সমন সকলেই পর।
আসিলে যাইতে হয় থাকার নেই উপায়
আসিয়া জগতে সকলেই ভুলিয়া যায় গো
দেখ মন গোনার দিন ফুরাইয়া যায় তোর
জীবন বলে শেষ বেলায় করবে আত্মচিৎকার।
রচনাকাল ২৫/০৯/২০২২