মেঘলা আকাশে তারা গুলি দেয় উঁকি ঝুঁকি
মনের মাঝে খুঁজি প্রিয়ার মুখ দেখা দেবে কি?
থেকে থেকে চন্দ্রটা আঁধারে খেলে লোক চুড়ি
তোমাকে ভালোবেসে হবো এবার দেশান্তরী
হৃদয়ের মাঝে রেখেছি তোমায় ভেবো না একা
তোমাকে নিয়ে স্বপ্ন আঁখি পানে হবে বিশ্ব দেখা
চাইলেও হারাতে পারবে না হৃদয়ে যত্নে রাখা
তুলির আঁচড়ে যত্নে গড়েছি অন্তরে রয়েছে ঢাকা
বিশ্বাসের ঘরে করছো অপেক্ষা নিয়ে মৌন নীরবতা
নিঃশ্বাসে দমে দমে কানে কানে শুনি সেই বারোতা
ভালোবেসে সাথী আমিও বুঝাতে চাই চোখের ভাষা
বন্ধু কাছে আস পাশে বসো বলো মনের সকল কথা
গীতিকার ও সুরকার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ০৯।০৮।২০২১