কুয়াশা ঘেরা জীবনে চারি পাশ
জামাল উদ্দিন জীবন


কুয়াশা ঘেরা জীবনের চারি পাশ
হয়নি দেখা দুজনে ঐ নীল  আকাশ
শিশির ভেজা ঘাসের উপর বিন্দু জল
ধরনীর বুকে আসবে আলো জল মল


প্রিয়ারে ওরে প্রিয়ারে চল না হারাব
ধরনীর বুকে অজানা সুখের ঠিকানায়


রঙিন  আলোর আলিঙ্গনে স্বপ্ন বুনবার পথে
নতুন আশা বাঁধে বাসা জীবনের চারি পাশে
অনাবিল সুখ দোলা দিয়ে যায় ক্ষণে ক্ষণে
দেখি শুধু বন্ধুর বদন খানি অপলক দু নয়নে  


হিয়ার মাঝে শোন প্রেমের মুরালি বাজে নির্জনে
বলবো ওগো না বলা কথা মিষ্টি সুরে আলাপনে
হবে কি হৃদয়ের লেনা দেনা প্রেমের অভিসারে হায়
তুমি  আমি পাশাপাশি বালুকা বেলায় বলো বয়ে যায়


নতুনের আয়োজনে পুরনো হয়ে যাবে আজকে বিদায়
ও হতাশার হাত ছানি কেন জীবনে ফিরে পেতে চায়  
দেখ সাজাবো আমার নতুন ভুবন শত রঙগের বাহারে
তোমাকে আরো কাছে চাই মনের মন্দিরে আহারে