কি ঘর বানাইলে মানুষ যত্ন করে জগতের উপরে
ভেবে কি দেখেছো একবার থাকতে হবে মাটির ঘরে
সঙ্গের সাথী ছিলো যারা কেউ রবে না তোমার সাথে
আপন স্বজন আত্নীয়রা চাইবে না গো এক বার নিতে
আদর যতন ভালোবাসা আরো দিলে ঘরে মায়ার বেড়ি
মানুষ তোমায় যেতে হবে সকল ছেড়ে হয়ে দিন ভিখারি
ধন সম্পত্তি টাকার পাহাড় অন্যের জিনিস করছো আহার
বন্ধ হলো রঙ্গের বাহার এখন সঙ্গে নাই মোর কানা কড়ি
যেদিন আসিবে রঙ্গিন খামে চিঠি বন্ধ হবে দুটি আঁখি
তুমি একাই থাকবে ঘরের সনে দেখো না মন চিন্তা করি
জীবন বলে আঁধার ঘরে ভবের কামাই বলো কি দেখাবে
নামাজ রোজা হজ যাকাত পূর্ণ আমল নিয়ো সাথে করি
গীতিকার ও সুর কার : জামাল উদ্দিন জীবন
রচনা কাল: ১০.০৮.২০২১